মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা মুন্সিগঞ্জের হৈদারপুর গ্রামের জুয়াড়ি শহিদুল কাউন্টার সোনাবাহিনী, বিজিবিসহ পুলিশে চাকরি দেয়ার কথা বলে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে। তাকে হন্যে হয়ে খুচ্ছে পাওনাদাররা। বাড়ি ঘরে তালা ঝুলিয়ে এলাকা থেকে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের হৈদারপুর গ্রামের মৃত আয়ূব আলী বিশ্বাসের ছেলে সহিদুল ইসলাম (৪৫)। তাকে সবাই কাউন্টার শহিদুল হিসেবে চেনে। সে গত ৩ বছর আগে হৈদারপুর গ্রামের রেজাউল হকের ছেলে আশরাফুল হক ডাবলুকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে ৫ লাখ টাকা নেই। সেই চাকরি দিতে না পারলে বিজিবিতে চাকরি দেবে বলে জানায়। সেটাও সফল না হলে সহিদুলের ছেলে পুলিশে চাকরিরত সোহেল রানা পুলিশে চাকরি দেবে বলে জানায়। সেও চাকরি দিতে না পারলে একটি স্টাম্পে লিখিত দেয় সহিদুল। এছাড়া এলাকার কয়েকজন শিক্ষিত বেকারদের বেকারত্বের সুজগ নিয়ে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে বাড়ি ঘর ফেলে পরিবার নিয়ে হঠাৎ করে উধাও হয়েছে সে। পাওনা দারেরা তাকে হন্নে হয়ে খুচ্ছে।