চুয়াডাঙ্গার বিএনপি নেতা আব্দুল হালিম হিরুর ইন্তেকাল : আজ দাফন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম হিরু ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে…রাজেউন)। গতকাল বুধবার বিকেলে তিনি রিকশা যোগে বের হয়ে হৃদরোগে আক্রান্ত হন। একই রিকশায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হবে।

পারিবারিক সদস্যরা জানিয়েছেন, চুয়াডাঙ্গা সিনেমাহলপাড়ার মরহুম শেখ লাল মোহাম্মদের ছেলে আব্দুল হালিম হিরু জেলা বিএনপির সহসভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাকে তার দলীয় নেতাকর্মীদের অনেকেই হিরু ওস্তাদ বলেই ডাকতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৭৫ বছর। তিন ছেলে দু মেয়ে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতরাতে মৃতদেহ পুরাতন জেলখানার পেছনে মুক্তিপাড়াস্থ তার বড় ছেলের বাড়িতে রাখা ছিলো।

আব্দুল হালিম হিরুর মৃত্যুতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, ১ম যুগ্মআহ্বায়ক কেন্দ্রীয় যুবদল নেতা মাহমুদ হোসেন খান বাবুসহ অনেকেই পৃথক পৃথক শোক বার্তায় বলেছেন, আব্দুল হালিম হিরুর মৃত্যুতে দেশের জাতীয়তাবাদী শক্তি একজন দক্ষ সহযোদ্ধাকে হারালো। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানানো হয়েছে।