ভিসির পদত্যাগ দাবি করে ইবি শিক্ষকদের মানববন্ধন

 

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের অপসারনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মকর্তাদের একাংশ। শিক্ষক-কর্মকর্তাদের এ গ্রুপটি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমানপন্থি বলে পরিচিত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের অপসারণের দাবিতে বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের ব্যানারে মানববন্ধন করে শিক্ষকদের একাংশ। মানববন্ধনে শিক্ষক-কর্মকর্তা ছাড়াও ছাত্রলীগ ও চাকরি প্রত্যাশীদের একাংশ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের একাংশের আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুর রহমান, যুগ্মআহ্বায়ক প্রফেসর ড. মামুনুর রহমান, শাপলা ফোরামের একাংশের সভাপতি ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, কর্মকর্তা আলমগীর হোসেন খান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘বর্তমান ভিসি ক্যাম্পাসকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তাতে ভিসিকে পদে না রাখার বিষয়ে সুপারিশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকেও উনার বিষয়ে ইতিবাচক মনোভাব নেই। তাই অচিরে ভিসিকে ওই পদ থেকে অপসারণ করতে হবে।’