স্টাফ রিপোর্টার: আইসিসি টেস্ট ৱ্যাঙ্কিঙের রেটিং পয়েন্ট বাড়লো বাংলাদেশের। এতে করে ওয়েস্ট ইন্ডিজের সাথে ব্যবধান অনেকটাই কমে গিয়েছে। গতকাল মঙ্গলবার আইসিসি প্রকাশিত ৱ্যাঙ্কিঙে বার্ষিক হালনাগাদের পর ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের ব্যবধান কমে হয়েছে ৮ রেটিং পয়েন্ট। হালনাগাদের আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের ব্যবধান ছিলো ২৯ পয়েন্ট। ৭৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ছিলো ওয়েস্ট ইন্ডিজ, ৪৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে বাংলাদেশ। হালনাগাদের পর অবস্থান ঠিক থাকলেও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে হয়েছে ৬৫, বাংলাদেশের বেড়ে হয়েছে ৫৭।
হালনাগাদের পর শীর্ষস্থান আরও সংহত করেছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা ভারতের সাথে ব্যবধান আগে ছিলো ২ পয়েন্ট, সেটি বেড়ে হয়েছে ৬ পয়েন্ট। ভারতের ঘাড়ে নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। চার থেকে তিনে উঠে এসেছে তারা, ভারতের থেকে পিছিয়ে মাত্র ১ পয়েন্ট। তবে হালনাগাদ বড় দুঃসংবাদ বয়ে এনেছে দক্ষিণ আফ্রিকার জন্য। তিন থেকে প্রোটিয়ারা নেমে গেছে ছয় নম্বরে। ৱ্যাঙ্কিঙে কমেছে তাদের ১৭ পয়েন্ট!