ঝিনাইদহের বারবাজারে জমিজমা সংক্রান্ত ও ইউপি নির্বাচনোত্তর বিরোধের জের ধরে মহিলাসহ ১০ জন আহত

 

কালীগঞ্জ প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত ও ইউপি নির্বাচনোত্তর বিরোধের জের ধরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ফুলবাড়িয়া গ্রামে সন্ত্রাসীদের হামলায় মহিলাসহ ১০ জনকে  কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। গতকাল  রাতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ফুলবাড়িয়া গ্রামের স্কুল শিক্ষক আইয়ুব হোসেন তার স্ত্রী মাহফুজা খাতুন, মেয়ে নাইস, আওরঙ্গজেব, আল আমিন, মেহের আলী, ইছা মুন্সি, আব্দুল গফুর, সেলিম হোসেন ও আলম মুন্সি। আহতদের হাসপাতালে যেতে বাঁধা দেয়া হচ্ছে বলে অভিযোগ।

আহত স্কুল শিক্ষক আইয়ুব হোসেন জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে একই গ্রামের দুলাল নামে এক ব্যক্তির সাথে বিবাদ চলে আসছিলো। জমি নিয়ে বিরোধের সাথে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এরই সূত্র ধরে গতকাল লাঠিসোটা ও রামদা নিয়ে আইয়ুব মাস্টারসহ বিভিন্ন বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ ব্যাপারে বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দীন জানান, পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।