চুয়াডাঙ্গা সদরের ফুলবাড়ি গ্রামে রাস্তার পিচকরণ কাজে অনিয়ম : গ্রামবাসীর বাধা

VLUU L100, M100 / Samsung L100, M100

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ফুলবাড়ি গ্রামের এড়ে পথের চৌরাস্তা মোড় থেকে ফুলবাড়ি পূর্ব পাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তার পিচকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ কাজ করা হচ্ছে চুয়াডাঙ্গা সদর এলজিইডির উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলামের উপস্থিতিতে।

জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের প্রতিশ্রুতি মোতাবেক চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের ৭শ মিটার রাস্তার পিচকরণ কাজ শুরু হয়। এলজিইডির সহযোগিতায় ঠিকাদার হিসেবে রাস্তাটি নির্মাণ করছেন ভুলটিয়া গ্রামের আব্দুল মোতালেব।

ফুলবাড়ি গ্রামের পুলিশিং কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ও গ্রামের মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম জানান ভুলটিয়া গ্রামের ঠিকাদার আব্দুল মোতালেব তার ভাটার নিম্নমানের আমাপোড় ইট দিয়ে রাস্তা নির্মাণ করতে থাকেন। আর এ কাজটি করতে থাকে এলজিইডির কর্মকর্তাদের উপস্থিতিতে। আমাপোড় ইট দিয়ে কাজ করলে ও কর্মকর্তারা দেখেও না দেখার ভান করেন। অবশেষে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুলে কাজ বন্ধ করে দিলে আমাপোড়ের ইট কিছু কিছু ফেরত নিয়ে যায়। অভিযোগে আরও জানা যায়, গতকাল মঙ্গলবার থেকে সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী কামরুল হাসানের উপস্থিতিতে রাস্তাটি ঝাড়ু দিয়ে পরিষ্কার না করে ধুলোবালি ও গবরের মধ্যে পিচ ঢেলে পিচকরণের কাজ শুরু করা হয়। পিচ রাস্তায় ঢেলে ভালো করে রোলার করার কথা থাকলে ও বাকা ছোট একটি রোলার দিয়ে কোনোভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া রাস্তাটির দুই দিকে পিটিয়ে সমান করা হচ্ছে না। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে গ্রামের মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম বাধার সৃষ্টি করে কাজটি বন্ধ করে দেয়। এ সময় দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক ইলিয়াস হোসেন রাস্তা দিয়ে যাওয়ার সময় গ্রামবাসী দাঁড় করিয়ে রাস্তার অবস্থা পত্রিকায় প্রকাশ করার জন্য অনুরোধের প্রেক্ষিতে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলীর নাম ও রাস্তার বাজেট সম্পর্কে জানতে চাইলে তিনি বাজেট ও নিজের নাম বলতে অস্বীকার করেন। এ সময় গ্রামবাসী ক্ষোভের সাথে বলে, রাতদিন পরিশ্রম করে এমপি ছেলুনের বাড়ি গিয়ে বলার পর রাস্তাটি নির্মাণ হচ্ছে। আর তদারকি প্রতিষ্ঠান এলজিইডির কর্মকর্তা কামরুল হাসানের সামনেই এ অনিয়ম করে কাড়িকাড়ি টাকা পকেটে ভরছেন ঠিকাদাররা। আমরা কি ঠিকাদারের পকেট ভর্তি করার জন্য রাতদিন এমপি ছেলুনের কাছে গিয়ে রাস্তাটি এনেছি? এ প্রশ্নের জবাব কে দেবেন। রাস্তাটি যাতে সুষ্ঠুভাবে হয় এজন্য গ্রামবাসী সংসদ সদস্য হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের হস্তক্ষেপ কামনা করেছে।

Leave a comment