কুষ্টিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

 

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে কুষ্টিয়া মিরপুর উপজেলার ১১ জন চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। শপথ গ্রহণ করেন মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের মশিউর রহমান মিলন, বহলবাড়িয়া ইউনিয়নের সোহেল রানা, তালবাড়িয়া ইউনিয়নের আব্দুল হান্নান মণ্ডল, বারুইপাড়া ইউনিয়নের সাইদুর রহমান, ফুলবাড়িয়া ইউনিয়নের হাজি আবদুস সালাম, আমলা ইউনিয়নের আনোয়ারুল ইসলাম মালিথা, সদরপুর ইউনিয়নের রবিউল হক, ছাতিয়ান ইউনিয়নের জসিম উদ্দিন বিশ্বাস, পোড়াদহ ইউনিয়নের ফারুকুজ্জামান জন, কুর্শা ইউনিয়নের ওমর আলী, মালিদাহ ইউনিয়নের আলমগীর হোসেন। অপরদিকে উপজেলার ১১টি ইউনিয়নের ইউপি সদস্যদের মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান।

উল্লেখ্য, গত ২২ মার্চ মঙ্গলবার কুষ্টিয়া মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

Leave a comment