আলমডাঙ্গায় ৯ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জনের ৪৮ হাজার টাকা জরিমানা

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রটের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ

 

স্টাফ রিপোর্টার: চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়নে ৯ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জনকে  ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন সাতটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান।

আগামী ৭ মে শনিবার আলমডাঙ্গার বাড়াদী, গাংনী, হারদী, কুমারী, খাদিমপুর, চিৎলা ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। ৭টি ইউনিয়নে নির্বাচনের দিন চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা হলেন, গাংনী ও চিৎলা ইউনিয়নে মুনিবুর রহমান, হারদী ও কুমারী ইউনিয়নে সোনিয়া হাসান, বাড়াদী ও খাদিমপুর ইউনিয়নে রুহুল আমিন এবং ভাংবাড়িয়া ইউনিয়নে তরিকুল ইসলাম।

ইউপি নির্বাচন বিধিমালা লঙ্ঘনের দায়ে হারদী ইউপি চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ৫ হাজার, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন ১০ হাজার ও কাওছার আহমেদ ২ হাজার, চিৎলা ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম ২ হাজার, তহিদুল ইসলাম ফকা ৫ হাজার, মিজানুর রহমান ২ হাজার, জিল্লুর রহমান ২ হাজার, গাংনী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আবু তাহের আবু ৫ হাজার, দ্বিতীয়বার আবু তাহের আবু ৫ হাজার এবং ভাংবাড়িয়া চেয়ারম্যান প্রার্থী আশরাফুজ্জামান নান্নুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হারদী ইউপিতে আনছার আলী ২ হাজার, খাদিমপুর ইউপিতে হাফিজুর রহমান ২ হাজার ও ইকরামুল হক বিশ্বাসকে ২ হাজার টাকা  এবং কুমারী ইউপিতে কামরুজ্জামানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গাংনী ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু তাহের আবুকে দুইবার জরিমানা করা হয়েছে। এসব জরিমান গত ১৮ এপ্রিল থেকে  অদ্যাবধি করা হয়েছে।

আলমডাঙ্গার ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৮ হাজার ২৫৫ জন। এরমধ্যে পুরুষ ৫৯ হাজার ২৯৫ জন এবং মহিলা ৫৮ হাজার ৯৬০ জন। সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০, সংরক্ষিত সদস্য পদে ৭৪ এবং সাধারণ সদস্য পদে ২৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সাতটি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান জানান, গত ১৮ এপ্রিল থেকে দায়িত্ব পাবার পর থেকে শোভাযাত্রা, লাইটিং, তোরণ নির্মাণ ও দেয়ালে পোষ্টার সাটানোসহ বিভিন্ন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ১৩ জনকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী ৮ মে নির্বাচনের পরদিন পর্যন্ত এ কার্যক্রম চলবে।

Leave a comment