সাংস্কৃতি চর্চার মাধ্যমে উত্তম চরিত্রের গুণাবলী অর্জন করতে হবে

চুয়াডাঙ্গায় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক উসব অনুষ্ঠানের উদ্বোধনকালে জেলা প্রশাসক সায়মা ইউনুস

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় শহরের শ্রীমন্ত টাউন হলে জেলা প্রশাসক সায়মা ইউনুস অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আজহার আলী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শফিকুন নাহার, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামানিক, কেরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন সিকদার ও হারদী মীর সামসুদ্দিন আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী চার উপজেলার স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল।

সমাবেশে প্রধান অতিথি বলেন, একমাত্র সাংস্কৃতিই জঙ্গিবাদের কালো ছোবল থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে পারে। তাছাড়া সাংস্কৃতি চর্চার মধ্যদিয়ে ভালো চরিত্র গঠন করা সম্ভব। জঙ্গিবাদ মোকাবেলায় সাংস্কৃতিক চর্চা প্রয়োজন। সাংস্কৃতিক চর্চায় সরকারি কতগুলো প্রতিষ্ঠান রয়েছে। শুধু শিক্ষার্থীই নয় সমাজের বিভিন্ন পেশার মানুষকে সাংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে। খেলাধুলা, নাচগান ও চিত্রাকন ইত্যাদি পড়ালেখারই অংশ। শুধু পড়া লেখা করে জীবনে উন্নতি করা সম্ভব নয়। তাই খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা করে মেধার বিকাশ করতে হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য, একক অভিনয় ও ছোট নাটিকা পরিবেশন করে শিক্ষার্থীবৃন্দ।

Leave a comment