মাদক নিয়ন্ত্রণের শুরুই হবে ঐতিহাসিক মুজিবনগর থেকে : পুলিশ সুপার

???????????????????????????????

 

শেখ সফি: স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছিলো মুজিবনগর থেকে। এ সরকারের নেতৃত্বে ৯ মাসের যুদ্ধ শেষে আমরা পেয়েছিলাম লাল সবুজের বাংলাদেশ। তাই মেহেরপুর জেলাকে মাদক নিয়ন্ত্রণ করতে হলে ঐতিহাসিক মুজিবনগর থেকেই শুরু করতে হবে। এজন্য জনপ্রতিনিধি, অভিভাবক, সামাজিক সংগঠনসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর উপজেলার বল্লভপুর মিশন ফুটবল খেলার মাঠে মাদক নিয়ন্ত্রণ মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন পুলিশ সুপার হামিদুল আলম। তিনি আরো বলেন আপনার সন্তান কোথায় যায়, কি করে সেদিকে লক্ষ্যে রাখতে হবে। এলাকার চিহ্নিত মাদকসেবী মাদকব্যবসায়ীদের সাথে কোনভাবেই যেন জড়িয়ে না পড়ে সেজন্য প্রতিটি অভিভাককে সজাগ থাকতে হবে। জেলার চিহ্নিত মাদকব্যবসায়ী ও মাদকসেবীদের তালিকা তৈরি করা হচ্ছে। কোনো অপশক্তিই তাদের বাঁচাতে পারবে না। সভায় সভাপতিত্ব করেন বল্লভপুর ডিনারীর ডিন রেভা. বিলিয়ম সরদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাউজ্জামান, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, সাংবাদিক রফিকুল আলম, সিবিএসডিপির ম্যানেজার সন্ধ্যা মণ্ডল। বক্তব্য রাখেন ইউপি সদস্য সংকর বিশ্বাস, ওয়ার্ড আ.লীগ সভাপতি সুজিত মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক লুক হরেন্দ্র বিশ্বাস। শেষে সিবিএসডিপির পক্ষ থেকে মাদকের সুফল ও কুফল সম্পর্কে ভিডিও চিত্র দেখানো হয়।

Leave a comment