দামুড়হুদার ৬ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন আজ

damurhuda pic. 02.05 (2) damurhuda pic. 02.05 (3)

damurhuda pic. 02.05 (5)

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার ৬ ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষদিন আজ মঙ্গলবার। ফলে আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ৬ ইউনিয়নের বেশ কয়েকজন প্রার্থী গত দু দিনে তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক বর্তমান চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, জামায়াত মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশাবুল হক। হাউলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, জামায়াত মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম টিক্কা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন ও আওরঙ্গজেব। দামুড়হুদা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জামায়াত মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল করিম, যুবলীগ নেতা হাসান আলী এবং চরমনা দলের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম। জুড়ানপুর ইউনিয়নে উপজেলা কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম এবং চরমনা দলের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী নাজিম উদ্দীন। কার্পাসডাঙ্গা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাহিদ হোসেন ওরফে আবু সাঈদ বিশ্বাস, জামায়াত মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমির নায়েব আলী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল হক ও আওয়ামী লীগ নেতা আব্দুল করিম। কুড়ুলগাছি ইউনিয়নে জামায়াত মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সরফরাজ উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ.লীগ নেতা শাহ এনামুল করিম ইনু ও কামাল উদ্দীন।

উল্লেখ্য, আগামী ৪ ও ৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনধার্য রয়েছে।