ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার কোমরপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ঘটনায় লক্ষাধিক টাকার মালামালসহ একটি গরুর শরীর পুড়ে ঝলসে গিয়েছে। গত রোববার দুপুর ১টার দিকে ময়লা অবর্জনা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের আলী হোসেনের ছেলে রমজান আলীর বাড়ির পাশে ময়লা আবর্জনায় আগুন ধরে বসত ঘরে আগুন ধরে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামালসহ একটি গরুর শরীরের বি্ভিন্ন অংশ পুড়ে যায। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।