গাংনীতে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী বহিস্কার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা আওয়াম লীগের সদস্য নাজমুল হুদা ও গাংনী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আয়ুব আলীকে বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ। ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে এ সিদ্ধান্ত নেয় দলটি।

গতরাতে জেলা আওয়ামী লীগ সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল ও সাধারণ সম্পাদক এমএ খালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বহিস্কৃত নাজমুল হুদা তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও আয়ুব আলী ষোলটাকা ইউপি চেয়ারম্যান। নৌকার টিকিট না পাওয়া এদুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬ এর ঠ ধারায় শৃংখলা ভঙ্গকারী হিসেবে তাদেরকে সরাসরি বহিস্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অন্যান্য ইউপিতে আওয়াম লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে স্ব স্ব সংগঠন থেকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে জেলা আওয়ামী লীগ।

দলীয় গ্রুপিং এর কারণে তাদের মনোনয়নন না দিয়ে জনবিভিন্ন দুজনকে মনোনয়ন দেয়া হয়েছে। একারণে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন নাজমুল হুদা ও আয়ুব আলী। প্রসঙ্গত, চতুর্থ ধাপে আগামী ৭ মে গাংনী উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। এতে শুধুমাত্র সাহারবাটি ইউনিয়ন বাদে আটটি ইউপিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

Leave a comment