মেহেরপুরে নিহত দুই পুলিশ সদস্যের পরিবারে কল্যাণ তহবিলের অনুদান প্রদান

 

মেহেরপুর অফিস: নিহত কনস্টেবল আলাউদ্দীন ও এসআই আব্দুল্লাহ আল মামুনের পরিবারকে পুলিশ কল্যাণ তহবিল থেকে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই দুই পরিবারের মাঝে ১০ লাখ ৬০ হাজার নগদ টাকা তুলে দেন পুলিশ সুপার হামিদুল আলম। অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার হামিদুল আলম জানান, ২০১৫ সালের ২৪ জুলাই রাতে মেহেরপুর গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের তালতলা নামক স্থানে একটি মাইক্রোবাস চেকিং করার সময় কুষ্টিয়া জেলার খলিশাকুণ্ডি গ্রামের পুলিশ সদস্য আলাউদ্দীন মাদকব্যবসায়ীদের হাতে নিহত হন। এছাড়াও ঢাকা হেডকোয়ার্টারে দায়িত্বরত অবস্থায় ২০১৪ সালের ২৮ অক্টোবর ঝিনাইদহ জেলার এসআই আব্দুল্লাহ আল মামুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তারা দুজনই মেহেরপুর জেলা পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তাদের পরিবারের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ সরকারের পুলিশ কল্যাণ তহবিল থেকে প্রত্যেক পরিবারকে নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়। পুলিশ সদস্য আলাউদ্দীনের স্ত্রী তানসি খাতুন ও এসআই আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী রিনা খাতুন এ অর্থ গ্রহণ করেন।