মহেশপুরে আ.লীগ কর্মীকে হত্যার চেষ্টা : ধরা পড়েনি আসামিরা

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আ.লীগ কর্মী আমিনুর রহমানকে হত্যার চেষ্টার ঘটনায় ৩ দিন পার হলেও আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। আমিনুর এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মহেশপুর হাসপাতালে।

প্রাপ্ত সূত্রে প্রকাশ, গত ইউপি নির্বাচন ও পূর্ব শত্রুতার জের ধরে ২৮ এপ্রিল বিকেলে কৃঞ্চচন্দ্রপুর বাসস্ট্যান্ডে ওই গ্রামের মৃত নবীছদ্দিন মণ্ডলের ছেলে আমিনুর রহমানকে ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে সুমন, রমজান আলীর ছেলে রিপন, শামীম, নবীছদ্দির ছেলে রমজান আলীসহ ৮/১০ জন আমিনুর রহমানের ওপর হামলা করে। এতে আমিনুরের মাথায় ও ঘাড়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা এখান গুরুতর। এ বিষয়ে আমিনুরের স্ত্রী রুবিনা খাতুন বাদী হয়ে ওই দিনই মহেশপুর থানায় একটি আভিযোগ দায়ে করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনও পর্যন্ত আসামিদের কাউকে আটক করেনি। তারা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে। এ বিষয়ে মহেশপুর থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিরা অধিকাংশ জামায়াত-বিএনপির সমর্থক। তাদেরকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন ইউনিয়ন আ.লীগের সভাপতি ডা. আতাউর রহমান ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ।