ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন। রোববার সকাল ৯টার দিকে বড়কামারকুণ্ডু গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, শনিবার রাতে ওই গ্রামের দুই মেম্বার প্রার্থী সাইদুল ও ইকবাল হোসেনের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রোববার সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত হয় ৮ জন। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a comment