ঝিনাইদহে গুম-খুনসহ সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

ঝিনাইদহ প্রতিনিধি: সারাদেশে অব্যাহত হত্যা-ধর্ষণ, গুম-খুন ও সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ জেলা শাখাসহ বিভিন্ন ছাত্র সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

এ উপলক্ষ্যে গতকাল শনিবার ঝিনাইদহ ওয়াজের আলী স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি অর্পিতা সুলতানাসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ঝিনাইদহসহ সারাদেশে অব্যাহত হত্যা-ধর্ষণ, গুম-খুন ও সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি এসব অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Leave a comment