জীবননগর পৌরসভায় প্রায় দেড় কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

 

জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভায় নগর উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ৫টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। পৌর মেয়র জাহাঙ্গীর আলম গতকাল শনিবার ২ নং ওয়ার্ড নারায়ণপুরে এ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আপিল মাহমুদ, ২ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, সমাজসেবক আব্দুর রাজ্জাক, শিক্ষক মোমিন উদ্দিন ও ঠিকাদার প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পৌরসভা সূত্র জানায়, নগর উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার ৫টি সড়ক নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পৌরসভা সীমানা পর্যন্ত, নারায়ণপুর সরকারপাড়া রাস্তা, শাপলাকলিপাড়া হয়ে কালীগঞ্জ সড়ক মোড়, পুরাতন তেতুলিয়া সড়ক ও ইসলামপুর থেকে পৌরসভা সীমান্ত পর্যন্ত সড়ক সংস্কার করা হচ্ছে। এ সড়ক উন্নয়ন কাজে ১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৫০৫ টাকা ব্যয় নির্ধারণ করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রদার্স ও মেসার্স রুপা কনস্ট্রাকশন এ কাজ বাস্তবায়ন করছে বলে জানা গেছে।