শিক্ষার মাধ্যমে আলোকিত দেশ উপহার দিতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে
জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি মো. আলী আজগার টগর বলেছেন, মহাজোট সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ তৈরি করে জাতিকে আলোকিত দেশ উপহার দিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিগত জোট সরকারের আমলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দুর্নীতি ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, শিক্ষা উন্নয়নের মূল উদ্দেশ্য জনগণের আশা আকাঙ্খা পূরণ করা। সংসদ সদস্য হাজি আলী আজগার টগর গতকাল শনিবার দুপুরে জীবনগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শিক্ষার উন্নয়নের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের আশা-আকাঙ্খা পূরণ করা। একথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে লেখাপড়া করে এগিয়ে যেতে পারে সে জন্য সরকার বছরের প্রথম মাসেই দেশের প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিয়েছে। তিনি বলেন, সৃজনশীল পদ্ধতির জন্য সরকার শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করায় দেশে শিক্ষার হার বেড়েছে। শিক্ষাখাতে দলীয়করণ মুক্ত করতেও সরকার সঠিক ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি সকল শিক্ষার্থীর উদ্দেশে বলেন, ‘আমরা যা করতে পারিনি তা তোমরা করবে। আমরা যা করতে ব্যর্থ হয়েছি, শিক্ষা গ্রহণ করে তোমরা তা সফল করবে।’ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক মো. সালাউদ্দীন কাজলের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দীন এবং অ্যাড. সামসুল আরেফিন ভুট্টুর যৌথ উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলম, উথলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, প্রধান শিক্ষক মোহা. লুৎফর রহমান, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সোহরাব হোসেন খান, হাজি সাইদুর রহমান ধুন্দু, আব্দুল মানান পিল্টু, মো. আশকার আলী, মিজানুর রহমান মিল্টু, লুৎফর রহমান লুতু, সালমা নার্গিস, রোখসানা পারভির রোজি, সাদিয়া আফরিন মৌমি প্রমুখ। এছাড়া জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. গোলাম মহাম্মদ, আবুল হাসান খান রাঙ্গা মিয়া, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. হায়দার আলী, অধ্যক্ষ আকরাম হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. আনোয়ারুল কবির, আব্দুস শুকুর সরকার, আব্দুল খালেক, সরজিৎ কুমার, সোহেল আহম্মেদ প্রদিপ, কফিল উদ্দীন, আবু জাফর, অমেদুল হক প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য মেধাবী ছাত্রী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।