স্টাফ রিপোর্টার: ঘুষের টাকার দিতে অস্বীকার করায় জেলা অ্যাডজুডেন্ট এর বুটের লাথিতে মমতাজ বেগম (৪২) নামের উপজেলা আনসার ভিডিপির এক মহিলা কর্মকর্তা আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মাগুরা শালিখা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
জানা যায়, আগামী ৭ মে আসন্ন ৪র্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনসার রিকুটিং শেষে কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন মাগুরার (অতিরিক্ত দায়িত্ব) জেলা অ্যাডজুডেন্ট আহসানউল্লাহ। এ সময় জেলা অ্যাডজুডেন্ট ৬৮টি ভোট কেন্দ্রে ১ হাজার ১ শত ৫৬ জন আনসার ভিডিপির জনপ্রতি ২০০টাকা করে উৎকোচ দাবি করেন। উৎকোচ দিতে অস্বীকৃতি জানালে, মমতাজ বেগমের ওপর হামলা করেন। এর পরে তিনি জ্ঞান হারিয়ে ফেললে অফিসের অন্যরা তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
আহত মমতাজ বেগম জানান, আগামী ৭ মে শালিখা উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন কেন্দ্রে আনসার ভিডিপি সদস্যদের রিকুটিং জন্য জেলা অ্যাডজুডেন্ট চলতি দায়িত্ব শালিখায় আসেন। বৈঠক শেষে চাহিদা মতো ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে বুটজুতা দিয়ে লাথি দেয়। দায়িত্বরত জেলা অ্যাডজুডেন্ট আহসানউল্লাহ মুঠোফোনে জানান, সে আমার সহকর্মী নিজেদের ভিতর ভুল বোঝাবুঝি হয়েছে, তবে মারধোরের ঘটনা ঘটেনি।