শরীরে আগুন লাগিয়ে অভিবাসীর আত্মহত্যা
মাথাভাঙ্গা মনিটর: নাউরু দ্বীপে অস্ট্রেলিয়ার বন্দী শিবিরে অভিবাসী নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। ওই অভিবাসী ইরানের নাগরিক। তার বয়স ২৩ বছর। গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার ব্রিসবেন হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে দেশটির অভিবাসন বিভাগ। নাউরু সরকার জানিয়েছে, ওই যুবকের আত্মহত্যা করাটা হলো তার ‘রাজনৈতিক প্রতিবাদ’। অস্ট্রেলিয়া দেশটিতে আশ্রয়প্রার্থীদের নাউরুসহ বিভিন্ন দেশে বন্দীশিবিরে পাঠায়। নাউরু প্রশান্ত¯মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ রাষ্ট্র। আত্মহত্যাকারী যুবকের নাম ওমিদ। তিনি নাউরু আটককেন্দ্রে গত মঙ্গলবার নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। গুরুতর অবস্থায় বিমানে করে তাকে অস্ট্রেলিয়ার ব্রিসবেন হাসপাতালে নেয়া হয়। সেখানেই শুক্রবার তার মৃত্যু ঘটে। অভিবাসন ও সীমান্তরক্ষা¯বিভাগ এক বিবৃতিতে জানায়, তারা লোকটির স্ত্রী ও বন্ধুদের ‘যথাযথ সহায়তা’ দেবে।
ভারতে দুষিত পানি পানে শিশুসহ ১১ জনের মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: ভারতের রাজস্থানে দুষিত পানি পানে ৭ শিশুসহ ১১ জন মারা গেছে। সরকার পরিচালিত একটি বাড়িতে এ ঘটনা ঘটে। জীবন ধারণে এরা সবাই বিশেষ চাহিদার ওপর নির্ভরশীল ছিলো। তারা দুষিত পানি পান করেছিলো বলে বলা হচ্ছে। গতকাল শুক্রবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। একই ঘটনায় ওই নিবাসের তিন শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের অবস্থা গুরুতর। ঘটনার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে বিরোধীরা। নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা ও ক্ষতিপূরণ দিতে তারা সরকারের প্রতি দাবি জানিয়েছে।
ব্যয়বহুল উপগ্রহ পরিত্যক্ত ঘোষণা জাপানের
মাথাভাঙ্গা মনিটর: মহাশূন্যে পাঠানো অ্যাস্ট্রো-এইচ নামের কৃত্রিম উপগ্রহটির (স্যাটেলাইট) সাথে পুনরায় যোগাযোগ স্থাপন অথবা উদ্ধারের উদ্যোগ পরিত্যাগের ঘোষণা দিয়েছে জাপানি মহাকাশ সংস্থা। হিতোমি নামেও পরিচিত কৃত্রিম উপগ্রহটি চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মহাশূন্যে পাঠানো হয়। কৃষ্ণগহ্বর (ব্ল্যাক হোল) থেকে আসা এক্স-রে পর্যবেক্ষণের জন্য এটি উৎক্ষেপণ করা হয়। ২৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত কৃত্রিম উপগ্রহ হিতোমির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এটির খোঁজে তৎপরতা চালান জাপানি বিজ্ঞানীরা। ২০২৮ সালে ইউরোপিয়ান মহাকাশ সংস্থা থেকে একই ধরনের কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে। হিতোমি ছিলো জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ), নাসা এবং অন্যান্য সংস্থার যৌথ উদ্যোগ। জেএএক্সএ-এর মহাপরিচালক সুকু সুনেতা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, উপগ্রহটি যে অবস্থায় পৌঁছেছে তাতে এটির পুনরায় চালু বা উদ্ধার করা সম্ভব নয়। জেএএক্সএ হিতোমির কাছ থেকে ৩টি সঙ্কেত পাওয়ার কথা জানানোর পর আশা জেগেছিলো উপগ্রহটির সাথে পুনরায় যোগাযোগ স্থাপন কিংবা উদ্ধার সম্ভব হবে।
শাহরুখের বিরুদ্ধে ১০১ কোটি রুপির মামলা!
মাথাভাঙ্গা মনিটর: শনি লেগেছে শাহরুখের পেছনে। তার ‘রইস’ ছবি মুক্তির দিন-ক্ষণ অনিশ্চিত হয়ে পড়েছে। এর ওপর আবার প্রাক্তন এক গ্যাংস্টারের ছেলে তার বিরুদ্ধে ১০১ কোটি রুপির মানহানির মামলা ঠুকে দিয়েছেন! ‘রইস’ ছবির মূল চরিত্রটি গ্যাংস্টার আবদুল লতিফকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এছাড়া ছবির গল্প লতিফের জীবনের ওপর ভিত্তি করেই লেখা হয়েছে। সেই আবদুল লতিফের ছেলে মুস্তাক আহমেদ হঠাত মানহানির মামলা করে বসেছেন শাহরুখ খানের বিরুদ্ধে। তাও আবার ১০১ কোটি রুপির মামলা। মুস্তাকের বক্তব্য, ছবিতে তার বাবার ‘ইমেজ’কে কলুষিত করা হয়েছে, বিশেষ করে ছবির দ্বিতীয়ার্ধে। মুস্তাকের দাবি, এতে তার পরিবারের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং তার মূল্য চোকাতে হবে শাহরুখ খানকে। এই নিয়ে রেড চিলিজ এনটারটেনমেন্টের পক্ষ থেকে জবাবি বিবৃতি ফাইল করা হবে ১১ মে। তাই আদালতের রায় জানতে এখন অনেক দেরি।