মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামে আওয়ামী লীগের উদ্যোগে ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ জামালকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আফতাব আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ জামাল। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, নবনির্বাচিত ইউপি সদস্য সানোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি একে আজাদ সাগর প্রমুখ। এর আগে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ জামালকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান শেষে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামের বেশ কিছু বিএনপি কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। ইছাখালী অলস্টার ক্লাব প্রাঙ্গণে বিএনপির কয়েকজন কর্মী মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের গলায় ফুলের মালা দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।