বউয়ের সাথে ঝগড়া করায় বাবা-মাকে মারপিঠ : অভিমানে পিতার বিষপান

 

স্টাফ রিপোর্টার: বিচুলি রাখার জায়গা নিয়ে বউয়ের সাথে ঝগড়া করায় বাবা-মাকে পিটিয়েছে এক কুলাঙ্গার ছেলে। ছেলে সাইদুলের হাতে মার খেয়ে অভিমানে বাড়ি থেকে বেড়িয়ে যান পিতা আব্দুর রাজ্জাক ঝন্টু। গ্রামেরই কাজিগাড়ি মাঠে গিয়ে বিষপান করেন তিনি। খোঁজাখুঁজির পর গতরাত ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় এলাকাবাসী। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে সদর উপজেলার কুতুবপুরের সাহেবনগর গ্রামে বিচুলি রাখার জায়গা নিয়ে পূত্রবধূর সাথে কথাকাটাকাটি হয় শ্বশুর আব্দুর রাজ্জাক ঝন্টুর। বউয়ের সাথে বাগবিতণ্ডা দেখে ক্ষিপ্ত হয়ে পিতা আব্দুর রাজ্জাক ও মা আয়েশা বানুকে মারপিঠ করে কুলাঙ্গার ছেলে সাইদুল। লজ্জাই অভিমানে বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান আব্দুর রাজ্জাক। রাতেও বাড়ি না ফেরাই গ্রামের মধ্যে খোঁজাখঁজি করেন স্ত্রী আয়েশা বানু। স্বামীর খোঁজ না পেয়ে প্রতিবেশীদেরকে নিয়ে গ্রামের মাঠে যান তিনি। একপর্যায়ে রাত ১১টার দিকে কাজিগাড়ি মাঠের একটি ধানক্ষেতের মধ্যে থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। দীর্ঘক্ষণ আগে বিষপান করায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

Leave a comment