তেলের দাম কমেছে, পরিবহনের ভাড়াও কমবে
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। পরিবহনের ভাড়াও কমবে। এ ব্যাপারে বিআরটিএর একটি কমিটি রয়েছে। কমিটি পরিবহন নেতাদের সাথে আগামী সোমবার বৈঠক করে সিদ্ধান্ত নেবে। গতকাল শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর তেতুইবাড়ী এলাকায় ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালের সামনে ঢাকা-টাঙ্গাইল সড়কে একটি আন্ডারপাস নির্মাণকাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বাঙালি দম্পতিকে সম্প্রতি ঘরে ঢুকে হত্যা করা হয়েছে। তা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মাথাব্যথা নেই। কিন্তু কলাবাগানের হত্যাকাণ্ড নিয়ে বিবৃতি দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে ফোন করছেন। মন্ত্রী বলেন, কোনো হত্যাকারী বা খুনিকে ছাড় দেয়ার সুযোগ নেই। এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক, গাজীপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন প্রমুখ।
বনজীবীদের চাঁদপাই-শরণখোলা ছেড়ে যাওয়ার পরামর্শ
স্টাফ রিপোর্টার: সুন্দরবনে আগুন লাগার ঘটনায় চাঁদপাইয়ের পর শরণখোলা রেঞ্জেও সব ধরনের পাস-পারমিট দেয়া বন্ধ রেখেছে বন বিভাগ। একই সঙ্গে বনজীবীদের বলা হচ্ছে সেখান থেকে সরে যেতে। যেসব জেলে, মৌয়ালী বা বাওয়ালীরা পাস-পারমিট নিয়ে এখনও ওই এলাকায় অবস্থান করছেন, তাদের দ্রুত বন থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে।
বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহমেদ জানান, দফায় দফায় আগুন লাগার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, এখনও যারা পাস-পারমিট নিয়ে পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে অবস্থান করছেন, তাদের দ্রুত বের হয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। তুলাতলা এলাকার জঙ্গলে দু দিন আগে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার কথা বললেও ফায়ার সার্ভিস কর্মীরা শুক্রবার দুপুরেও বিভিন্ন অংশ থেকে ধোঁয়া বের হওয়ার খবর জানিয়েছেন। তবে বাইরে থেকে আসা পর্যটকরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন বলে বন বিভাগের কর্মকর্তারা জানান। গত বুধবার বিকেল পৌনে ৪টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় আগুনের সূত্রপাত হয়। ওই এলাকায় এক মাসের মধ্যে আগুন লাগার এটি চতুর্থ ঘটনা।
আজীবন সম্মাননা পেলেন কবরী
স্টাফ রিপোর্টার: দেশের বিনোদন ও সংস্কৃতিক্ষেত্রের অন্যতম প্রধান ও আকর্ষণীয় আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৫ এ আজীবন সম্মাননা পুরস্কার পেলেন গুণী শিল্পী সারাহ্ বেগম কবরী। গতকাল শুক্রবার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে তার হাতে চেক ও ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় মঞ্চে ছিলেন নাট্যব্যক্তিত্ব হাসান ইমাম, স্কয়ারের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে এবারের পুরস্কার বিতরণীর ১৮তম অনুষ্ঠান শুরু হয়। দেশের সংস্কৃতিক্ষেত্রের নবীন ও খ্যাতিমান তারকাদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
ভারতীয় সিরিয়াল দেখতে না দেয়ায় শিশুর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার: ভারতীয় সিরিয়াল দেখতে না দেয়ায় মা-বাবার ওপর অভিমান করে সাতক্ষীরার কলারোয়ায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দেয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী সোমা খাতুন (৮) দেয়াড়া গ্রামের শহীদুল ইসলামের মেয়ে। সে দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো। দেয়াড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লুৎফর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি।