চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ৪ বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন : মজু-নঈম-লাড্ডু পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী

 

ইসলাম রকিব: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ৪ বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মজু-নঈম-লাড্ডু পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে। নির্বাচনে মজু-নঈম-লাড্ডু পরিষদ পূর্ণ প্যানেল এবং সেলিম-সিদ্দিক প্যানেল আংশিক (১৬টি) প্যানেল নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় সরকারিভাবে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে মজু-নঈম-লাড্ডু পরিষদের সাধারণ সম্পাদক পদে নঈম হাসান জোয়ার্দ্দার ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম-সিদ্দিক পরিষদের মাহবুল ইসলাম সেলিম পান ৪০ ভোট। সহসভাপতি পদে মজু-নঈম-লাড্ডু পরিষদের মজিবুল হক মালিক মজু ৮০ ভোট, সরোয়ার হোসেন মধু ৭২ ভোট, হুমায়ুন কবীর মালিক ৬৬ ভোট ও এ নাসির জোয়ার্দ্দার ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম লাড্ডু ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুল ইসলাম লাল্টু পান ২৩ ভোট। কোষাধ্যক্ষ পদে নাছির আহাদ জোয়ার্দ্দার ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এখলাছ উদ্দীন সুজন ৫১ ভোট পান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম ৮৫ ও টুটুল মোল্লা ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে বদরউদ্দিন খান ৮০ ভোট, ইয়াকুব হোসেন মালিক ৭৮, হাফিজুর রহমান হাপু ৭৮, সামসুদ্দোহা হাসু ৭৭, মেহেরুল্লাহ মিলু ৭৬, আজিজুল হক শীল ৭৩, সালাউদ্দিন মো. মতূর্জা ৭০, সোহেল আকরাম ৭০, সাইদুর রহমান মালিক ৬৯, শহিদুল কদর জোয়ার্দ্দার ৬৯, মহসিন রেজা ৬৮, সুরেশ কুমার আগরওয়ালা ৬৭, ফজলুল হক মালিক ৬৭ ও রকিবুল ইসলাম (সাংবাদিক ইসলাম রকিব) ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। উপজেলা সংরক্ষিত পুরুষ নির্বাহী সদস্য পদে ওবাইদুল হক জোয়ার্দ্দার ৮৪ ও জেহাদ-ই-জুলফিকার টুটুল ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এ দুজনের একমাত্র প্রতিদ্বন্দ্বি এম নুরুন্নবী ভোট পান ৫৫টি।

সহসভাপতি পদে পরাজিত প্রার্থী ওয়ালিউল্লাহ সিদ্দিক ৫১ ভোট, রাফিতুল্লাহ মহলদার ৩৮ ভোট পান। যুগ্ম সম্পাদক পদে পরাজিত প্রার্থী ইমতিয়াজ আহম্মেদ মিলন ৪২ ভোট ও সুলতান মাহমুদ দিপন পান ১৭ ভোট। এদিকে পরাজিত নির্বাহী সদস্যদের মধ্যে শফিকুল ইসলাম মালেক ৫৬ ভোট, ইকতিয়ার আহমেদ ৫০ ভোট, ইউসুফ আলী ৪৮ ভোট, রবিউল ইসলাম বাবলু ৪৮ভোট, সাজিদ হাসান সজিব ৪৬, সাজু আহম্মেদ রিংকু ৩৮ভোট ও বিপ্লব হোসেন ৩১ ভোট পান।

নির্বাচনে মজু-নঈম-লাড্ডু পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্যানেলের সকলকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া চুয়াডাঙ্গা শিল্পবণিক সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক নঈম  হাসান জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পবণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সিনিয়র সহসভাপতি শাহরিন হক মালিক, পরিচালক সুরেশ কুমার আগরওয়ালা, সামসুদ্দোহা হাসু, কিশোর কুমার কুণ্ডু প্রমুখ।