গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বাগান পাহারাদারদের মারধর করে নগদ টাকাসহ মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতরাত সাড়ে এগারটার দিকে এ ঘটনা ঘঠে।
ভুক্তভোগীসূত্রে জানা গেছে, সাহারবাটি গ্রামের মরসুমি ফল ব্যবসায়ী ইউনুছ আলী কয়েকজন পাহারদারদের সাথে নিয়ে ইবাদতখানা এলাকায় একটি আম-লিচু বাগান পাহারা দিচ্ছিলেন। এ সময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কয়েকজন দৃর্বৃত্ত বাগানে প্রবেশ করে। বাগান থেকে ফল পাওয়ার জন্য তারা বাগান মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফল ব্যবসায়ী ইউনুছ আলীর ছেলে ইমরান, বাগান পাহারায় নিয়োজিত সাহারবাটি গ্রামের পাহারাদার আজের আলীর ছেলে তুফাজ্জেল হোসেন ও নিয়ামত আলীর ছেলে বশির আহম্মেদকে মারধর করে। এ সময় নগদ টাকা ও কয়েকটি মোবাইলফোনসহ তাদের কাছ থেকে প্রায় ২০ হাজার মালামাল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে গ্রামের লোকজন একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। অবস্থা বেগতিক দেখে মাঠের মধ্যদিয়ে পালিয়ে যায় তারা।