সকল ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে

চুয়াডাঙ্গায় আসন্ন পঞ্চম দফা ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থীদের মনোনয়ন প্রদানকালে হুইপ ছেলুন এমপি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আসন্ন পঞ্চম দফায় দামুড়হুদা ও জীবননগর ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা আ.লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন জাতীয় সংসদের হুইপ জেলা আ.লীগ সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ অনেকে। দল থেকে মনোনীত প্রার্থীরা হলেন- দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নে শহিদুল ইসলাম (টুপি), কার্পাসডাঙ্গায় খলিলুর রহমান, কুড়ুলগাছিতে হাবিবুল্লাহ বাহার, জুড়ানপুরে সোহরাব হোসেন, মদনায় এসএম জাকারিয়া আলম ও হাউলিতে শহিদুল ইসলাম। জীবননগর উপজেলায় আন্দুলবাড়িয়া ইউনিয়নে মীর্জা হাকিবুর রহামান ও সীমান্ত ইউনিয়নে জাকির হোসেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় সংসদের হুইপ জেলা আ.লীগ সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, সকল ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে এবং জনসাধারণকে নৌকা প্রতীকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে। কারণ দলীয় প্রতীকে নির্বাচন মানে আ.লীগের সাথে স্বাধীনতা বিরোধীদের লড়াই। এ লড়ায়ে আ.লীগ প্রার্থীদের অবশ্যই জয়লাভ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দিয়েছেন। তাই দলের স্বার্থে সকলকে এক হয়ে কাজ করতে হবে।