Untitled

মেহেরপুর অফিস: মেহেরপুরে বিদ্যুতস্পৃষ্টে সেলিম রেজা নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের ঘোষপাড়ার একটি বাড়িতে মোটরের কাজ করতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়। সেলিম সদর উপজেলার আমদহ গ্রামের আব্দুল খালেকের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিম মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ৪র্থ বর্ষের ছাত্র। আর্থিক অনটনের কারণে পড়ালেখার পাশাপাশি সে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতো। গতকাল সকালে শহরের ঘোষপাড়ায় একটি বাড়িতে বিদ্যুতের কাজ করতে যায়। দুপুর দেড়টার দিকে বিদ্যুত চলে গেলে সুইচ বন্ধ না করে মোটরের তার জোড়া দেয়ার কাজ করছিলো। এ সময় হঠাৎ বিদ্যুত চলে এলে সে বিদ্যুতায়িত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর আড়াইটার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ৯টায় জানাজা শেষে আমদাহ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।