আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে আয়ারল্যান্ড। ২০১৭ সালের মে মাসে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। এ ব্যাপারে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডেউটরম বলেন, আগে বিশ্বকাপের চার বছরের মধ্যে আমরা নয় থেকে ১০টি ম্যাচ খেলতাম। তবে এখন প্রতি বছরই ১০টির মতো ম্যাচ খেলার চেষ্টা করবো।

আগামী বছর জুনে ইংল্যান্ডের মাটিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে। তার এক মাস আগেই এমন আয়োজন। বাংলাদেশের ধারণা এমন সিরিজ খেলে উপকৃত হবে টাইগাররা। আইরিশরা ওয়ানডেতে এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে সাতটি ম্যাচ খেলেছে। যেখানে পাঁচটিতে জয় তুলে নিয়েছে টাইগাররা। অন্যদিকে নিউজিল্যান্ডের সাথে দু বার মুখোমুখি হয়ে দু বারই হারের  মুখ দেখেছে আইরিশরা।