২০১৭ সালে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া

during the ICC World Twenty20 India 2016 Super 10s Group 2 match between Australia and Bangladesh at M. Chinnaswamy Stadium on March 21, 2016 in Bangalore, India.

স্টাফ রিপোর্টার: ২০১৭ সালে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০১৫ সালে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে একটি সিরিজ স্থগিত করে অস্ট্রেলিয়া। গত বছর অক্টোবরে দুটি টেস্ট খেলার কথা ছিলো অজিদের। বাংলাদেশ তাদের ভিভিআইপি নিরাপত্তা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলো। কিন্তু তারা বাংলাদেশে আসেনি। একই ঘটনা ঘটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। সেখানেও নিরাপত্তার কারণে দল পাঠায়নি অস্ট্রেলিয়া।

তবে মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, তারা সিরিজ খেলতে আগ্রহী। তিনি বলেন, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। তারা জানে যে আমরা স্থগিত হয়ে যাওয়া সিরিজ খেলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা খুব শিগগিরই বাংলাদেশ গিয়ে সিরিজটি খেলবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরি বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আলোচনা শেষে আমরা আসলে সিরিজ আয়োজনের প্রস্তুতির একদম শেষ পর্যায়ে আছি। ২০১৭ সালেই এই সিরিজ হতে পারে। সবকিছু নিশ্চিত হওয়ার পরই আমি বিস্তারিত জানাতে পারবো। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির পরই এ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হতে পারে।