স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ১ নং ওয়ার্ডের মেম্বার মিলনের বিরুদ্ধে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সার ও বীজ নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে সার ও বীজ বিতরণ করে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিস। এতে ১১ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণের কথা ছিলো, কিন্তু ১১ জনের নামের তালিকা চায় উপজেলা কৃষি অফিস। এই সুযোগে মিজানুর রহমান মিলন মেম্বার কোনো ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের নাম না দিয়ে নিজের বাবা, চাচা, চাচাতো ভাইসহ সকল নামই নিজেদের ভেতর রাখেন। গত ২৭ এপ্রিল বুধবার মেম্বারের বাবা মালেক, চাচা আজাদ, ইউনুস, কাঠব্যবসায়ী কাদের, সিরাজুল, চাচাতো ভাই মাহাবুব আলমসহ মোট ১১ জনকে নিয়ে উপজেলা কৃষি অফিস থেকে জনপ্রতি ড্যাপ ১০ কেজি, ইউরিয়া ২০ কেজি, পটাশ ১০ কেজি ও ৫ কেজি করে ধানবীজ উত্তোলন করেন। কিন্তু তারা কেউই প্রকৃত চাষি নন। এতে ১১ জনের ৪৪০ কেজি সার ও ৫৫ কেজি বীজ কৃষি অফিস থেকে সরাসরি নিজের চাচার বাড়ি নিয়ে রাখেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে এই এলাকার প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষুদ্র ও গরিব চাষিগণ।