বিশ্ব টুকিটাকি : কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার: কাতারে রাজধানী দোহায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে আল শামাল রোডে এই দুর্ঘটনা ঘটে। কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ জানিয়েছেন, মাইক্রোবাসে করে কাজে যাওয়ার সময় দোহার কাছে আল শামাল রোডে বাংলাদেশিরা দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনায় দুই ভাই ইসলাম উদ্দিন ও মঈন উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। কুরুব উদ্দিন, মো. মুহিবুর রহমান ও ফরিদ উদ্দিন হামাদ মেডিকেল হাসপাতালে মারা যান। আহত রিয়াজউদ্দিন, হেলাল উদ্দিন ও মো. হুসাইনকে একই হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। দোহার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, হতাহতদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বর্ধান, আমরপুর, গাছবাড়ি ও কাতানপুর গ্রামে।

 

বাংলাদেশ-ভারত সীমান্তে লেজার পাঁচিল বসাবে নয়াদিল্লি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সীমান্তে লেজার পাঁচিল বসানোর পরিকল্পনা করেছে ভারত। নয়াদিল্লির গৃহীত পরিকল্পনার আলোকে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে লেজার পাঁচিল বসাতে চারটি পাইলট প্রকল্প শুরু করা হবে। আগামী মাস থেকে এই প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শুরু করার কথা রয়েছে। লেজার দেয়ালের আশপাশে কোনো কিছুর নড়া-চড়া হলেই লেজার সিস্টেমে সাথে সাথে তা ধরা পড়বে। কেউ এই দেয়াল পার হওয়ার চেষ্টা করলেই উচ্চস্বরে বেজে উঠবে সাইরেন। ইসরাইলসহ কয়েকটি দেশের সীমান্তে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। অবশ্য ভারত ইতোমধ্যে পাঞ্জাব প্রদেশের পাকিস্তান সীমান্তে আটটি লেজার পাঁচিল বসিয়েছে। আরো চারটি পাঁচিল বসানোর পরিকল্পনা রয়েছে দেশটির। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত দিয়ে কেউ অনুপ্রবেশ করতে না পারে সেজন্য একডজন লেজার পাঁচিল বা দেয়াল তৈরি করা হয়েছে।

 

সিরিয়ায় হাসপাতালে হামলা : নিহত ১৭

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার আলেপ্পো শহরের আল-কুদস হাসপাতালে বিমান হামলায় ১৪ জন রোগী, তিনজন চিকিৎসকসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। চিকিৎসকদের দাতব্য সংগঠন মেদসো সঁ ফ্রতিয়েখ (এমএসএফ) এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, আল-কুদস হাসপাতালটি এমএসএফ’র সহায়তাপুষ্ট। স্থানীয় সূত্র জানিয়েছে, সিরিয়ার সরকার বা রাশিয়ার যুদ্ধবিমান এই হামলার ঘটনা ঘটিয়েছে। তবে এ ব্যাপারে কোনো পক্ষের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এমএসএফ এক টুইট বার্তায় জানিয়েছে, আলেপ্পোতে এমএসএফের সহায়তাপুষ্ট হাসপাতালটি ধ্বংস হয়ে গেছে। এতে ১৪ জন রোগীসহ কর্মকর্তারা নিহত হয়েছেন। মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। গতকাল বুধবার সরাসরি একটি বিমান জনপ্রিয় এই হাসপাতালটিতে হামলা চালায়। সংস্থাটি বলছে, আল-কুদস হাসপাতালে হামলার ঘটনায় তারা নিন্দা জানিয়েছেন। এতে জনগণ জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ঘটনাস্থলে থাকা জুহাইর নামের ওই হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, হাসপাতালে চারপাশের ভবনগুলোতেও আঘাত লেগেছে। তিনি বলেন, দুটি রকেট থেকে এ হামলা চালানো হয়েছে। এগুলো রাশিয়ার খুব ভারী রকেট ছিলো।

 

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত দম্পতির ছেলে গ্রেফতা

মাথাভাঙ্গা মনিটর: ক্যালিফোর্নিয়ার সান হোসে শহরে গুলিতে নিহত বাংলাদেশি দম্পতি গোলাম রাব্বি ও শামীমা রাব্বির বড় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের দু দিন পর রাব্বি দম্পতির ১৭ বছর বয়সী ছোট ছেলের সন্ধান পায় পুলিশ। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বড় ছেলে হাসিব রাব্বিকে (২১) বুধবার সন্ধ্যায় ট্র্যাসি এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। গত রোববার (২৪ এপ্রিল) ওই দম্পতির গুলিবিদ্ধ লাশ তাদের বাড়ির মেঝেতে পড়ে থাতনে দেখেন তার বন্ধুরা। পেশায় প্রকৌশলী গোলাম রাব্বি এবং হিসাবরক্ষক শামিমা সান হোসের এভারগ্রিন ইসলামিক সেন্টারের সদস্য ছিলেন বলে জানা গেছে। বগুড়ার সন্তান গোলাম রাব্বি ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রে যান। সমাজসেবামূলক কর্মকাণ্ডে খ্যাতি অর্জনকারী এমদাদ অ্যান্ড সিতারা খান ফাউন্ডেশনের চেয়ারপারসন সিতারা খানের ছোট ভাই গোলাম রাব্বি।

 

নারীদের নিজেদের মনোভাব তুলে ধরা উচিত : সানি লিওন

মাথাভাঙ্গা মনিটর: বলিউড অভিনেত্রী সানি লিওন নারীদের শক্তভাবে নিজেদের মনোভাব তুলে ধরতে আহ্বান জানিয়েছেন। লিওনের আসন্ন সিনেমা ওয়ান নাইট স্ট্যান্ডের প্রচারণায় নয়াদিল্লিতে এই কথা বলেন। নারী ক্ষমতায়ন ও নারীর স্বাধীনতা অর্জনের জন্য ছোট ছোট বিষয়ে নিজে সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা অর্জন প্রয়োজন বলে মনে করেন সানি। তিনি বলেন, আমাদের অবশ্যই নারীদের বলা উচিত নিজের আওয়াজ তুলে ধরতে। তবে সেজন্য চিৎকার, লড়াই কিংবা মারামারি করার দরকার নেই, প্রয়োজন শুধু নিজের অবস্থানটা ধরে রাখা। কিভাবে সেটা করতে হবে সেটা ব্যাখ্যা করতে গিয়ে সানি বলেন, এটা অবশ্যই এমনভাবে হবে না যে আজ সকালে ঘুম থেকে উঠে আমি ঠিক করলাম যে এটা করবো। এটার শুরু ছোট ছোট সিদ্ধান্ত নেয়ার মধ্যে। আপনাদের অবশ্যই প্রেমিক অথবা স্বামীকে বলতে হবে, যে আজকে আমি থালা-বাসন পরিষ্কার করবো না-তুমি করতে পারো। ছোট ছোট বিষয়ে আপনি একজন শক্তসমর্থ মানুষ হয়ে উঠবেন, যেভাবে আমার মা-বাবা নিজেদের দায়িঃ