বিগবসে সাকিব

মাথাভাঙ্গা মনিটর: ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস-এর বাংলা ভার্সনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। গত মঙ্গলবার প্রচারিত অনুষ্ঠানে তার সাথে ছিলো কেকেআর সতীর্থ উমেশ যাদব, সূর্যকুমার যাদব ও জেসন হোল্ডার।

এ সময় তারা বিগ বসের ঘরের বাসিন্দাদের সাথে ক্রিকেট খেলেন। গত মঙ্গলবার রাতে ‘কালারস বাংলা’ টিভিতে প্রচারিত শোতে খেলার বাইরেও শিলাজিতের গানে নেচে গেয়ে আসর মাতিয়ে তোলেন সাকিবরা। এরপর সাকিব আল-হাসানকে কিছু বলতে বলা হলে তিনি বলেন, তিনি খুবই উপভোগ করেছেন সময়টা।