দর্শনা অফিস: নির্বাচনকে সামনে রেখে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আ.লীগের উদ্যোগে গতকাল বৃহস্প্রতিবার বিকেল ৪টায় মদনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ.লীগের সভাপতি বরকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক দলীয় চেয়ারম্যান প্রার্থী এসএম জাকারিয়া আলম। উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা ফরিদ আহম্মেদ, মুন্সি সিরাজুল ইসলাম, সোনা চৌধুরি, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, হারুন অর রশিদ, খাইরুল বাসার, শহিদুল ইসলাম, হযরত আলী রুহুল, যুবলীগ নেতা জিয়াবুল হক, জুলফিকার হায়দার, সাইদুর, হাবি, বাদল, পিয়ার আলী, ছাত্রলীগ নেতা রবিউল, মোকলেচ প্রমুখ। উপস্থাপনা করেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোনতাজ আলী।