জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের বাঁকা ইউনিয়নের মোক্তারপুর মাঠপাড়ার দক্ষিণমাঠে অজ্ঞাত দুর্বৃত্তচক্র এক হতদরিদ্র কৃষকের ৪ বিঘা জমির ধরন্ত লাউক্ষেত ধারালো অস্ত্র দিয়ে কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। ফসল তছরুপকারী দুর্বৃত্তচক্র লাউক্ষেত কেটে দিয়ে ক্ষান্ত হয়নি বানের মাঁচা কেটে লণ্ডভণ্ড করে দিয়েছে। গত বুধবার দিন গতরাতে দুর্বৃত্তচক্র দক্ষিণমাঠের কৃষিক্ষেতে এ তাণ্ডব চালায়। সকালে লাউক্ষেতে সেচ দিতে গিয়ে ক্ষেতমালিক ক্ষয়ক্ষতির এ দৃশ্য দেখে রাগ, ক্ষোভে বাকরুদ্ধ হয়ে পড়েন।
জানা গেছে, মোক্তারপুর গ্রামের মৃত ফুলচাঁন মণ্ডলের ছেলে কৃষক শহিদুল ইসলাম মোক্তারপুর মাঠপাড়ার দক্ষিণমাঠে ৪ বিঘা জমিতে লাউচাষ করেন। লাউ বেচাবিক্রি চলছিলো। গত বুধবার দিনগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তচক্র ধারালো অস্ত্র দিয়ে লাউগাছ ও মাঁচা কেটে লণ্ডভণ্ড করে দেয়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক শহিদুল ইসলাম বলেন, আমার সাথে কারো শত্রুতা নেই।