চুয়াডাঙ্গা ও গাংনীর সেই ইউএনও এবার এডিসি হলেন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর সদ্য সাবেক উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন এবার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হলেন। গতকাল বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিনি পদোন্নতি পত্র পেয়েছেন। বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়ন কাজের মধ্যদিয়ে গাংনীতে তিনি নিজেকে মেলে ধরেছিলেন। সর্বসাধারণের কাছে তিনি ছিলেন আলোচিত-আলোকিত মানুষ। সম্প্রতি তিনি গাংনী থেকে বদলি হয়ে প্রথমে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও পরে খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। গতকালের পদোন্নতির মধ্যদিয়ে তিনি পার্বত্য জেলা খাগড়াছড়িতে যোগদান করতে যাচ্ছেন। পদোন্নতিজনিত বদলির ক্ষেত্রে তিনি পূর্বের কর্মস্থলকেই বেছে নিয়েছেন। ২০০৮ সাল থেকে দুই বছর ধরে আবুল আমিন খাগড়াছড়িতে এনডিসি হিসেবে কর্মরত ছিলেন।

আবুল আমিন ২৪তম বিসিএস ক্যাডারে চাকরিতে যোগদান করেছিলেন। ওই ব্যাচের প্রথম ব্যক্তি হিসেবে তিনি এডিসি হিসেবে পদোন্নতি পেলেন। গতকাল এ খবর গাংনীতে পৌঁছুলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে মোবাইলফোনে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

খাগড়াছড়িতে অবস্থিত দেশের এক মনোরম দর্শনীয় স্থান সাজেক ভ্যালি। দার্জিলিং হিসেবে খ্যাত এই পর্যটন স্পটে আসার জন্য মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলাবাসীকে আহ্বান জানিয়েছেন আবুল আমিন। গাংনীতে যোগদানের আগে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। তাই মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার মানুষের প্রতি তার ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়েছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আবুল আমিন। এদিকে খাগড়াছড়িতে এডিসি হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভ কামনা জানিয়েছেন দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক ও বিশিষ্ট ছড়াকার আহাদ আলী মোল্লা।