জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে র্যালি আলোচনাসভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মেলা : হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
স্টাফ রিপোর্টার: ‘গরিব দুখির বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। চুয়াডাঙ্গায় দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সাড়ে ৬টায় নিখরচায় ব্লাড সুগার পরীক্ষা কর্মসূচি পালন করা হয়। পরে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা জজ আদালত প্রাঙ্গণে ফিরে শেষ হয়। পরে জেলা আইনজীবী অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা জাতীয় আইনগত সহায়তা কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার। বক্তব্য রাখেন জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন কমিটির সভাপতি ড. এবিএম মাহমুদুল হক, পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নাজির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ চাঁন মোহাম্মদ আলীম আল রাজী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল, পিপি অ্যাড. শামশুজ্জোহা, অ্যাড. মসলেম উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম। কোরআন তেলোয়াত করেন যুগ্ম জেলা জজ-১ আবদুর রহীম।
দিবসটি পত্রিকায় প্রকাশ করা হয় ক্রোড়পত্র। শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিকেল সাড়ে ৪টায় দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা চত্বরে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। পরে জেলা আইনগত সহায়তা কমিটির আয়োজনে সিনিয়র জেলা দায়রা জজ শিরীন কবিতা আখতারের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক দানিয়েল রাব্বি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল ও সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমতিরি সাবকে সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের জিপি অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, পিপি অ্যাড. শামশুজ্জোহা, জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. শামীম রেজা ডালিম, অ্যাড. নুরুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী নুঝাত পারভীন, মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. খন্দকার অহিদুল আলম মানি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগমসহ অনেকে। প্রধান অতিথি বলেন, গ্রামপর্যায়ে বিচার ব্যবস্থা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে হারিয়ে যাচ্ছে। প্রকৃত সত্য বিষয় হলো গ্রামের অসহায় মানুষেরা প্রাণের ভয়ে মামলা করতে আসেন না। এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে। কারণ গরিব অসহায় মানুষের মামলার ব্যয়ভারসহ বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া প্রতিবছর আইনগত সহায়তা কেন্দ্রের সেবার মান বেড়েই চলছে। একদিকে যেমন মামলা দায়েরের সংখ্যা বাড়ছে তেমনি বাড়ছে মামলা নিষ্পত্তির হার। এতে করে লাভবান হচ্ছেন দেশের নিঃস্ব, দরিদ্র ও অসহায় মানুষ।
লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাড. আফরোজা খাতুন ও অ্যাড. এমএ মামুন এরশাদকে সর্বাধিক নারী ও শিশু নির্যাতন মামলা পরিচালনা করার জন্য ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। আলোচনাসভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হকসহ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। পরে পাখি নাটিকা উপস্থাপন করে অরিন্দম সাংস্কৃতি সংগঠন। দিনব্যাপী মেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ আইনগত সহায়তা প্রদান শীর্ষক মোট ১৫টি স্টল ছিলো। অতিথিবৃন্দ প্রতিটি স্টল পরিদর্শন করেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘গরিব দুখির বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় আইন সহায়তা দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জেলা দায়রা জজ রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদসহ জেলার আইনজীবী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ৱ্যালিতে অংশ নেন।
এদিকে এ উপলক্ষে বিকেল ৫টায় জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পুলিশ সুপার হামিদুল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা জজ টিএম মুসা, জেলা আইনজীবী সমিতির সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জিপি অ্যাড. শাজাহান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, সাংবাদিক রফিক- উল-আলম প্রমুখ।