স্টাফ রিপোর্টার: মোমিনপুর কবিখালীর মকিম সরদারের স্ত্রী মহিমাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মহিমা খাতুন অভিযোগ করে বলেছে, মেয়ে জামাই থাকে ঢাকায়। জামাইয়ের কাছে মিথ্যাভাবে কথা লাগিয়েছে প্রতিবেশী গরু ব্যবসায়ী মুকুল। এ কারণে জামাই আমার মেয়েকে মেরেছে। বিষয়টি জানার পর প্রতিবাদ করতে গেরে মুকুল লাঠি দিয়ে আমাকে মেরে আহত করেছে।