বিনোদন ডেস্ক:পাকিস্তানের করাচি বিমানবন্দরে হেনস্থার শিকার হলেন বজরঙ্গী ভাইজানের পরিচালক কবীর খান। তাকে জুতো দেখানো হল।
শুনতে হল ভারত বিরোধী স্লোগান। লাহোর যাওয়ার জন্য বুধবার করাচি বিমানবন্দরে পৌঁছেছিলেন কবির। সেখানে হঠাৎ করেই বেশ কয়েকজন ঘিরে ধরেন তাকে। তারা বলতে থাকেন, পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ যে ‘নাশকতা’ চালাচ্ছে কেন কবীর খান সেই নিয়ে কোনো সিনেমা বানাচ্ছেন না। এই সময় একজন তাকে জুতোও দেখান। ভারত বিরোধী স্লোগান দিতে থাকেন তারা। অভিযোগ করেন, ‘পাকিস্তানি সেনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারত। নিরাপত্তারক্ষীরা এসে ওই বিক্ষোভকারীদের সরিয়ে দেন। মিডিয়ার সামনে এই নিয়ে কিছুই বলতে চাননি কবীর খান। কিন্তু টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। টুইট করে লিখেছেন, ‘দুদেশের মিডিয়াকে বলছি, জনা বারো পাগল অকারণ চেঁচামেচি করলে সেটা খবর হয় না, এদের পাত্তা দেবেন না। একটি সম্মেলনে যোগ দিতে পাকিস্তান উড়ে গিয়েছিলেন কবীর খান। সেখানে যথেষ্ট উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।