দামুড়হুদায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:  ৫ দিনের পূর্বাভাসে বৃষ্টি হতে পারে বলে জানালেও কবে বৃষ্টি হতে পারে তা নিশ্চিত করে জানাতে পারেনি আবহাওয়া অধিদফতর। চুয়াডাঙ্গাসহ দেশের অধিকাংশ এলাকার ওপর দিয়ে প্রবাহমান দাবদাহ আরো কয়েকদিন স্থায়ীয় হতে পারে বলে জানিয়ে আবওয়া অধিদফর বলেছে, রংপুর অঞ্চলসহ সিলেট ও ঢাকা বিভাগের দু/এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজধসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত সুষ্ক থাকবে।  তীব্র খরায় চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে যেন লু-হাওয়া। এর প্রভাবে সব কিছুই তেতে উঠছে। ঘরে বসবাস করাই কঠিন হয়ে পড়ছে। গাছ তলায়ও মিলছে না স্বস্তি। বাতাসের আদ্রোতা গতকাল চুয়াডাঙ্গায় ছিলো ৬৩ শতাংশ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৯ দশমিক ৬ ও চুয়াডাঙ্গায় ছিলো ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। নেত্রকোনায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, দিনাজপুর ও চাঁদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ৪৮ ঘণ্টা তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে  চুয়াডাঙ্গা একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। গতকাল ১২ ঘণ্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩ জন রোগী। এদের অধিকাংশই গরম জনিত রোগে অসুস্থ। দামুড়হুদা উপজেলার জুড়ানপুরে হিটস্টোকে আক্রান্ত হয়ে ফরজ আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সে মাঠে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে দামুড়হুদা চিৎলা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কৃষক ফরজ আলী দামুড়হুদার জুড়ানপুর পশ্চিমপাড়ার মৃত. বুদোর ছেলে। দামুড়হুদা চিৎলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. লাইলা আক্তার জানান, অতিরিক্ত গরমে কারণে ফরজ আলী হিটস্টোকে আক্রান্ত হন। সকাল পৌনে ১১টায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসা শুরুর ৫ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়।