স্টাফ রিপোর্টার: দামুড়হুদার মদনায় গৃহবধূর সারা শরীর ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ উঠেছে। আইনি সহায়তা চেয়ে গৃহবধূ চুয়াডাঙ্গা মাবনতা ফাউন্ডেশনে আবেদন করেছেন।
মানবতা ফাউন্ডেশন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল খালেক ঘরে স্ত্রী-সন্তান রেখে তিন বছর আগে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মৃত আশরাফ আলী মেয়ে নিলুফা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবি আব্দুল খালেক, প্রথম স্ত্রী পারভীনা খাতুন ও তার মা শিবরা খাতুন নিলুফা খাতুনের ওপর নির্যাতন করে আসছে। গত ২৫ এপ্রিল পরিবারের সবাই মিলে নিলুফা খাতুনকে হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত জখম করে ঘরে বন্দি করে রাখে। গতকাল সকালে সুযোগ পেয়ে বাড়ি থেকে পালিয়ে চুয়াডাঙ্গায় এসে মানবতা ফাউন্ডেশনে আইনি সহায়তা চেয়ে আবেদন করেন। মানবতার পক্ষে আবেদন গ্রহণ করেন সংগঠনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, অ্যাড. মসলেম উদ্দীন, অ্যাড. জাফর ইকবাল তিতাস প্রমুখ। মানবতা ফাউন্ডেশনের সহযোগিতায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।