কুড়ুলগাছি/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের চণ্ডিপুরে সোনারতরী পরিবহন ও পাউয়ারটিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পীরপুরকুল্লা গ্রামের রেজাউল হক গুরতর আহত হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে কুড়ুলগাছির ধান্যঘরায় বেলা ১২টার দিকে ধানবোঝাই পাউয়ারটিলার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাউয়ারটিলার চালক বাঘাডাঙ্গার নুর হকের ছেলে শাহিন গুরুতর আহত হন। বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে। শাহিনকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।