ট্প্পিনি

খবর: (কুষ্টিয়া ভেড়ামারা থেকে খুলনা পর্যন্ত গ্যাস লাইনে ২ কোটি ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ)

 

দিলে তো বেশ আচ্ছা রকম বসান

ফুললো আঙুল কলাগাছের মতো

সব কিছুতো করলে খেয়ে শ্মশান

ভর জনমে শুকোবে এর ক্ষত?

 

এক খাওয়াতে ভরলে পুরো হাদান

এখন শুধু তবিল ভরা টাকা

লায়েক হলো কুঁড়ে বখিল নাদান

চার চাকাতে ঘুরছে সিলেট-ঢাকা!

 

দুদক এলো মুশকিলে তা আসান

খুব সহজে দেয় না ওরা টাটা

কত মানুষ ওদের দেখে শাসান

কিন্তু দুদক কেষ্ট হবেন ফাটা।