ঝিনাইদহে ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে ঝিনাইদহ সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি একরামুল হক লিকু, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, গণশিল্পী সংস্থার সভাপতি উপাধ্যক্ষ সাংস্কৃতিক কর্মী আব্দুস সালাম, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আলাউদ্দীন আজাদ, সাংস্কৃতিক কর্মী নাজিম উদ্দিন জুলিয়াস, সাংস্কৃতিক কর্মী শাহিনুর আলম লিটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অনতিবিলম্বে ২৫ শয্যার এই শিশু হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানান।

উল্লেখ্য, ২০০৬ সালে ঝিনাইদহ শহরের বাস-টার্মিনালের পার্শ্বে ৩ একর জমির ওপর  সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ২৫ শয্যার একটি শিশু হাসপাতাল নির্মাণ করা হয়। ১১ বছর পেরিয়ে গেলেও এটি এখনও পূর্ণাঙ্গভাবে চালু করা হয়নি। মাত্র ২জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে কোনোভাবে খোলা রাখা হয়েছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এর করুণ দশা প্রাচার হয়েছে। অন্যদিকে শিশু হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোচ্চার হয়ে উঠেছে। দ্রুত হাসপাতালটি চালু হবে এমন প্রত্যাশা সকলের।