স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আরামপাড়ার সাইম পারভেজ সুজনকে (২০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদের নিকট একদল যুবক তাকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
সাইম পারভেজ সুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে আরামপাড়ার হাবিবুর রহমান হাবিবের ছেলে। সুজন অভিযোগ করে বলেছে, তাকে কালাম, আল আমিনসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপতালে পৌঁছে চিকিৎসা নিই।