গাংনী প্রতিনিধি: ‘আমার ভোট আমি দেবো, দেখে শুনে বুঝে দেবো, যোগ্য প্রার্থীকেই দেবো’। ভোটে পরাজিত হলেও এলাকার উন্নয়নে একসাথে কাজ করবো। মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপরোক্ত প্রত্যয় ব্যক্ত করলেন। গতকাল বুধবার বিকেলে হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনতা ও প্রার্থীদের মুখোমুখি অনুষ্ঠানে দু হাত তুলে শপথ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাধারণ ভোটাররা।
সু-শাসনের জন্য নাগরিক গাংনী উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন গাংনী শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ। প্রধান অতিথি ছিলেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি প্রবীণ শিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম। সুজন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জুলফিকার আলী কানন, মাজেদুল হক মানিক, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গাংনী এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীন। অনুষ্ঠানে ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান প্রার্থী বাসিরুল আজিজ হাসান ও মেম্বার প্রার্থীবৃন্দ।