স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার রায়সা শানবাধাপাড়ায় বোমা ফাটিয়ে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতপরশু রাতে ৮/৯ জনের ডাকাতদল আজিবার রহমানের বাড়ি প্রবেশ করে দুটি বোমা ফাটিয়ে নগদ টাকাসহ মালামাল ডাকাতি করে। আজিবার রহমান এ অভিযোগ তুলে প্রতিবেশী কয়েকজনের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় একটি মামলা করেছেন।
অপরদিকে অভিযুক্ত ইমদাদসহ তার লোকজন বলেছেন, গত ২৩ এপ্রিল খাসকররা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে রায়সার আজিবার রহমান ও সাহাবুল ইসলাম মেম্বার পদে নির্বাচনে অংশ নেন। গত ২২ এপ্রিল অর্থাৎ নির্বাচনের আগের রাতে সাহাবুল ইসলামের এক কর্মীকে পিটিয়ে আহত করেন আজিবার রহমান ও তার লোকজন। ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে আজিবার রহমান পরাজিত হন। সাহাবুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হন। এর জেরে সাহাবুল ইসলামের কর্মীদের ফাঁসানো জন্য আজিবার রহমান ডাকাতির নাটক সাজিয়ে তাদের বিরুদ্ধ মিথ্যা মামলা করেছেন।