স্টাফ রিপোর্টার: ধান, গম ও ভুট্টার দাম প্রতিমণ ১ হাজার টাকা দরে ক্রয় ও ডিজেল, বিদ্যুতসহ কৃষি উপকরণের মূল্য কমানোর দাবিতে জাতীয় কৃষক সমিতি চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য দেন। এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুতের লোডশেডিং বন্ধ করতে হবে। দুর্নীতি লোপাট বন্ধে চালের আমদানি বন্ধ করতে হবে। আসন্ন বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়াতে হবে। কৃষকেরা চড়ামূল্যে কৃষি উপকরণ কিনে ধান গম ভুট্টার আবাদ করছে। অথচ সরকার ওসব কৃষিপণ্যের মূল্য নির্ধারণ করছে উৎপাদন ব্যয়ের চেয়ে কম। ফলে অবিলম্বে ধান-গম ও ভুট্টা ১ হাজার টাকা মণ দরে কিনতে হবে। মানবন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, চুয়াডাঙ্গা জেলা সভাপতি আনোয়ার হোসেন, জেলা সাধারণ সম্পাদক জামাত আলী, যুবমৈত্রীর কেন্দ্রীয় সদস্য জেলা সভাপতি মামুন অর রশিদ, মাসুম আলী, ওয়াহেদ আলী প্রমুখ। বক্তারা বলেন, তনু হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালায়ের অধ্যাপক রেজাউল করিমের হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় নিতে হবে। এসব দাবি ছাড়াও কৃষি উপকরণের মূল্য কমাতে হবে।