স্টাফ রিপোর্টার: না, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নয়, ওটা বোমারই বিস্ফোরণ। গতরাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের আসমা ম্যানশনের দোতলায় একটি ফ্লাটের জানালায় নিক্ষেপ করা হয় বোমা। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শুনে অনেকেই অনুমান করেন ওটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ভুল ভাঙে। খবর পেয়ে সদর থানার এসআই ওহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে হাজির হন ঘটনাস্থলে। ফায়ার সার্ভিসের সদস্যরাও লাল গাড়ি নিয়ে হাজির হন সেখানে। ঘটনাস্থল পরিদর্শনকালে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সালাম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে এসেছি। এখন দেখছি বোমা বিস্ফোরণ।
আসমা ম্যানশনের মালিক আনারুল ইসলাম বলেছেন, দোতালায় যে ঘরের জানালায় বোমাটি মারা হয়েছে সেখানে দীর্ঘ ১ বছর ধরে ভাড়ায় বসবাস করেন ক্লিনিক ব্যবসায়ী হাসিবুল হক শান্ত। তিনি কুলচারার শুকুর আলীর ছেলে। যে জানালায় বোমাটি কে বা কারা মেরেছে সেই জানালার পাশেই খাটে ঘুমিয়ে ছিলো শান্তর মেয়ে সিনথিয়া। তবে বোমার আঘাতে কেও আহত হয়নি। হাসিবুল হক শান্ত বলেছেন, কেন বোমা নিক্ষেপ করা হয়েছে তা বুঝতে পারছি না। আমার কারো সাথে তেমন বিরোধ নেই।