গাংনীতে সার্টার ভেঙ্গে চুরি
গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার আকুবপুর বাজারে দুটি দোকানে চুরি সংঘঠিত হয়েছে। গত শনিবার দিনগত গভীর রাতে দোকানের শার্টার ভেঙে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।
জানা গেছে, ওই বাজারের মিন্টু মিয়া ও হবিবর রহমানের মুদি দোকানের শার্টার ভেঙে মালামাল ও নগদ টাকা লুটে নেয় চোরের দল। গতকাল সকালে বিষয়টি টের পান দোকান মালিকরা। এ ঘটনায় তারা কয়েক জনকে সন্দেহ করছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।